খন্দকার আব্দুল্লাহঃ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় “দৈনিক আমার সংবাদ” ও “দৈনিক সময়ের আলো” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী আজ ১ মার্চ শনিবার বিকেলে কেক কেটে উদযাপন করা হয়।
জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গুচ্ছ গ্রামে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এ অনুষ্ঠানটি করা হয়েছে। সময়ের আলো পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি ইতি রানী দাস মিথিলার সভাপতিত্বে ও আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এন,কে,বি নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম, শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন লিটন, বিশিষ্ট সমাজসেবক সুমন রাফি, বোয়ালমারী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন, এ কে এম রেজাউল করিম, মো. তৈয়বুর রহমান কিশোর, এম এম জামান, আজিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন রনি, খন্দকার আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদ্বয়।