এ সময় বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ ও ফরিদপুর জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক একে কিবরিয়া স্বপন, এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির নেতা ভিপি সেলিম, ফরিদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিনান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে বলেন সুষ্ঠু নির্বাচন হলে তাদের পায়ের নিচে মাটি থাকবে না। এবং নির্বাচনে ভরাডুবির আশংকায় একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে সরকারের পতন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।
তারা অবিলম্বে চাল ডাল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কুমারের জন্য সরকারের নিকট দাবী জানান। তা না হলে পরবর্তীতে আরও ব্যাপক কর্মসূচী দিয়ে এ সরকারের পতন ঘটানো হবে বলে সভায় জানান।
এর আগে একটি বিক্ষোভ মিছিল আলিপুর মোড় থেকে গোরস্থানের সামনে এসে শেষ হয় এবং সেখানেই এই সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।