নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুর শারদীয় সংঘ আয়োজিত শ্রী শ্রী দুর্গা দেবীর শুভাগমন উপলক্ষে শারদীয়া আগমনী ধর্মীয় আলোচনা, চন্ডীপাঠ, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর শারদীয় সংঘ আয়োজিত, (৩০ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৫ টায় শহরের ওয়েস্ট এন্ড পাড়া শ্রী শ্রী গৌর গোপাল বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও পবিত্র গীতা পাঠ ও গায়ত্রী মন্ত্রের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।
শারদীয় সংঘের সভাপতি ও জেলা পূজা উদযাপন কমিটির বিজ্ঞান ও গবেষনা সম্পাদক দীপঙ্কর দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল চন্দ্র দাস।
বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত মহা ব্যবস্থাপক তাপস চন্দ্র বর্মন, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. বিমল কুমার বিশ্বাস, বরিশাল মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার এ. সি পাল, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিল ও নন্দালয় শ্রী বিধান কুমার সাহা, শ্রী শ্রী গৌরগোপাল বিগ্রহ মন্দির ট্রাস্টি শ্রী সজল কান্তি সিংহ রায়, সংগঠনের সাধারণ সম্পাদক আকাশ কুমার রায় প্রমূখ।
এসময় শারদীয় সংঘের সদস্যবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিত কুমার ঘোষ ও পূর্ণিমা রায়।
অনুষ্ঠান শেষে শারদীয় সংঘের আয়োজনে, পৌরসভা ও সদরের ৩৫০ গরীব ও দুস্থ অসহায় সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরন করা হয়।