ফরিদপুর প্রতিনিধিঃ ১০ কোটি টাকা আত্মসাত অভিযোগকারীদের শাস্তির দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ১৩ এপ্রিল বুধবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর শহরতলীর ধুলদী রেলগেট সংলগ্ন মল্লিক ট্রেডার্স এর স্বত্তাধীকারী সাইফুল ইসলাম সানাল এর সভাপতিত্বে তার বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ কারীদের শাস্তির দাবিতে এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা তাতী লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন লেনিন, মাচ্চর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ রুস্তম শেখ, মল্লিক ট্রেডার্স এর পরিচালক জাহিদুল ইসলাম সেকেনসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন মেসার্স মল্লিক ট্রেডার্স এর স্বত্তাধিকারী সাইফুল ইসলাম সানাল এর বিরুদ্ধে ভূয়া এনজিও খুলে গ্রাহকদের কাছ থেকে ১০ কোটি টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে বিগত ১১ মার্চ একটি মানব বন্ধন করে তার সম্মান হানি করে সাব্বির সেক (২৪), সাকিব সেক (২০), আকাশ সেক (২৬), জিহাদ মন্ডল (২২), রেজাউল সেক (৩০) সর্ব সাং – জয়দেবপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর। এছাড়াও বেআইনিভাবে মেসার্স মল্লিক ট্রেডার্স এ প্রবেশ করে চাদা দাবি করে ও ক্যাশ বাক্স হতে ৪,৯৭,০০০ টাকা লুট করে নেয় ও ১০,০০০ টাকার ক্ষতি সাধন করে।
বক্তারা বলেন উল্লিখিত আসামীগণ কিশোর গ্যাং এর সদস্য এবং এলাকার চিহ্নিত চাদাবাজ। তাই অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।