স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ত্রিশাল শাখার এর উদ্যোগে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহের ত্রিশালে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে অতপর পুনরায় শাখার অফিসে এসে আনন্দ র্যালী সমাপ্ত হয়।
বিএমএসএফ এর ১৪ দফা দাবী অনুযায়ী ১ম দফা সরকারি ভাবে সারাদেশে সাংবাদিক নিবন্ধন কাযক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
এ সময় ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আনোয়ার সাদাত জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক এসএম জামাল উদ্দিন শামীম।
এসময় উপস্থিত ছিলেন, বিডি২৪লাইভের বিশেষ প্রতিনিধি সাংবাদিক নেতা খায়রুল আলম রফিক, ময়মনসিংহ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতা অর্থ সম্পাদক মোঃ আনিসুর রহমান, সাংবাদিক জসিম উদ্দিন, মনির, ফজলুর রহিম, আহসান হাবিব, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফকর উদ্দিন, নুরুল আমিন, আশরাফ সিদ্দিক পলাশ, কামাল হোসেন প্রমুখ।