ফুটফুটে তিনটি ছেলে সন্তানের জন্ম দিয়ে পরিবারে আনন্দের আমেজ বিরাজ করলেও তাদের লালন-পালন ও চিকিৎসায় অতিরিক্ত ব্যায়ের কারণে বিপাকে পড়েছেন ববিতা ও তার পরিবার।
স্থানীয়রা জানায়, পরিবারটি খুবই অসহায় হয়ে পরেছে। এমনিতেই ৩জনের সংসারে অভাবের শেষ ছিলোনা তার উপর আরো তিনটি শিশু সন্তান নিয়ে তারা দিশেহারা হয়ে পরেছেন। আশেপাশের লোকজন যে যতটুকু পারছে সহযোগিতা করছে কিন্তু এভাবে কয়দিন। সরকারী ভাবে যদি ওদেরকে একটু সহযোগিতা করতো তাহলে ওদের জন্য খুবই ভালো হতো।
তিন সন্তান জন্ম দেয়া গৃহবধু ববিতা বলেন, নভেম্বর মাসের ৪ তারিখে আল্লাহ্ আমার কোলজুড়ে ফুটফুটে তিনটি পূত্র সন্তান দিয়েছেন। এই তিনটি সন্তান লালন-পালন করতে গিয়ে ধারদেনা করে আমরা খুব বিপদের মধ্যে আছি। সরকার, জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবানরা যদি আমাদের একটু সহায়তা করতো তাহলে এই শিশু সন্তানদের লালন-পালন ভালভাবে করতে পারতাম।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন বলেন, এক সঙ্গে তিনটি শিশু জন্ম নেওয়ার বিষয়টি জানতে পারছি উপজেলা প্রশাসনের পক্ষ হতে এই শিশুদের বড় হয়ে ওঠার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।