রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ দুই দিনের ঝটিকা সফর শেষে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য, আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি শনিবার বিকেলে ঢাকায় ফেরার পথে মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের মাদ্রা বাজারে স্থানীয় আওয়ামীলীগের ডাকে এক চা চক্রে অংশগ্রহণ করেন। এমপির এই আগমন বার্তা শুনে মুহুর্তেই হাজার হাজার জনগণ ছুটে আসলে চা চক্রটি এক বিশাল জনসভায় পরিনত হয়। স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ এর প্রতি জনগণের এমন ভালবাসা দেখে তিনি নিজেও অভিভূত হন।
পরে উপস্থিত জনগণের উদ্দেশ্যে ড. আবদুস সোবহান গোলাপ এমপি এক সংক্ষিপ্ত বক্তব্য দেন।
বক্তৃতায় এমপি বলেন, আজ আপনাদের ভালবাসা পেয়ে আমি ধন্য। প্রকৃতপক্ষে এই ভালবাসা আমার না, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।কারণ তিনি আমাকে আপনাদের এমপি করে পাঠিয়েছেন। আর তাই আজ আপনাদের মাঝে আমি আসতে পেরেছি, আপনাদের এলাকার উন্নয়ন করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর দুই হাত উন্নয়নের জন্য প্রসারিত। তিনি আমাদের এমপিদের কাছে নিজ নিজ এলাকার উন্নয়ন কাজের চাহিদা চান, আমরা গ্রামীণ জনপদের উন্নয়ন কাজ নিয়ে গেলে তিনি তা কখনোই ফিরিয়ে দেন না। তাই আপনারা আপনাদের এলাকার উন্নয়ন কাজের চাহিদা আমাকে দিলে আমি তা প্রধানমন্ত্রীর নিকট হতে এনে দিব। স্থানীয় সাংসদ আরো বলেন, করোনা ভাইরাসের কারণে ভারত, চীন সহ অনেক বড়বড় দেশের উন্নয়নের চাকা যেখানে প্রায় থেমে গিয়েছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎপরতায় করোনা ভাইরাসের মধ্যেও আমাদের দেশের প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করেন। কারণ জননেত্রী শেখ হাসিনা ভাল থাকলে দেশ ভাল থাকবে, আমরা সকলে ভাল থাকব।”
মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাওলাদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান কালু খান, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এসএম হানিফ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, বাবু ভবতোষ দত্ত, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আবুল বাশার, যুবলীগ নেতা জাপান মোল্লা, সাবেক ছাত্রনেতা লুৎফর সরদার, পৌর কাউন্সিলর ইউনুস আলী হাওলাদার, উপজেলা তাঁতীলীগের সভাপতি মনিরুজ্জামান, সাধারন সম্পাদক রেজাউল ফরাজী, মৎস্যজীবী লীগের সভাপতি সাহাদাত সরদার, সাধারণ সম্পাদক কাদের প্যাদা, ছাত্রলীগ সভাপতি বাকামিন খান, সাধারণ সম্পাদক শাহিন ফকির সহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মী ও স্থানীয় জনগণ।