নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে জুয়া খেলার ০৩ সদস্য গ্রেফতার হয়েছে।
সূত্রঃ- কোতয়ালী থানার মামলা নং-২৫ (জিআর-১২৫/২০২২) তারিখ-০৯/০২/২০২২ খ্রিঃ ধারা- ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩/৩০/৩৫।
ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবার দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, ডিবি ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং- ০৮/০২/২০২২ খ্রিঃ ২১.২০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন শিবরামপুর সাকিনস্থ রিয়াদ টেলিকম নামক দোকানের ভিতর হতে অভিযান পরিচালনা করে ১। মোঃ আছাদুল মোল্যা (৩০), ২। মোঃ আমিরুল মোল্যা (২৮), উভয় পিতা-মৃত হাবিবুর রহমান মোল্যা, সাং-শিবরামপুর, থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুরদ্বয়কে অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত একটি কালো রংয়ের পুরাতন OPPO A33 টাচ মোবাইল, একটি গ্লোডেন রংয়ের পুরাতন HUAWEI টাচ মোবাইল ফোন, একটি কালো রংয়ের নোকিয়া বাটন মোবাইল ফোন, একটি কালো রংয়ের পুরাতন VIVO Y20 টাচ মোবাইল ফোন এবং (v) অনলাইন জুয়ার নগদ অর্থ ৩০,০০০/- টাকাসহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, ০৩ নং আসামী মোঃ আপেল মিয়া (৩৮) দীর্ঘদিন যাবৎ তাদের মত অনলাইনে জুয়া খেলে।
ধৃত আসামীদ্বয়ের দেয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ ২২.৩০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন মুন্সী বাজার সাকিনস্থ লাভ বার্ড কফি শপ ও কসমেটিক্স শপ এর ভিতর হতে ০৩নং আসামী মোঃ আপেল মিয়াকে একটি কালো রংয়ের পুরাতন SUMSANG GALAXY A20 টাচ মোবাইল ফোন এবং অনলাইন জুয়ার নগদ অর্থ সর্বমোট ১৫,০০০/- (পনেরো হাজার টাকা) সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামী ১। মোঃ আছাদুল মোল্যা (৩০) ও ২। মোঃ আমিরুল মোল্যা (২৮) ভ্রাতাদ্বয়কে জিজ্ঞাসাবাদে পলাতক ৪। সোহেল শেখ (৩০), ৫। জুয়েল (৪০), ৬। কাওছার মোল্যা (৪৫), আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং জানায় যে, পলাতক আসামীরা বিভিন্ন এলাকায় তাদের এই অনলাইন জুয়ার প্রতারণার কাজে এজেন্ট হিসাবে কাজ করে এবং গ্রামের সহজ-সরল মানুষদের বেশি লাভের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় প্রলুব্ধ করে এবং প্রতারণার মাধ্যমে তারা গ্রামের সহজ-সরল মানুষদের বেশি অর্থের প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়া খেলায় আসক্ত করে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত করে।
ধৃত আসামীরা অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিদিন তাদের কাছে থাকা এজেন্ট এবং পারসোনাল নাম্বার গুলো থেকে ২০ হতে ৩০ হাজার টাকা পর্যন্ত অবৈধ লেনদেন করে বলে জানা যায়।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে এসআই/আঃ রহিম মোল্যা বাদী কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।