রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ জেলা পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১’ এর কারিগরি-সরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন।
এ উপলক্ষে ঢাকায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২১” পুরস্কার গ্রহণ করেন।
১২ ডিসেম্বর ২০২১ইং (রবিবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১” এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মাদারীপুরের সুযোগ্য জেলা প্রশাসক ড. রহিমা খাতুনকে তার এই গৌরবোজ্জ্বল অর্জনে বিভিন্ন সংগঠনের পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।