
নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে ।
২৬ জানুয়ারী বুধবার দুপুর দেড়টায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামীম গ্রুপের পরিচালক (সিআইপি) এ.কে আজাদ ঢাকা হতে স্বপরিবারে হেলিকপ্টার যোগে পৌরসভার চরকমলাপুর নিজ বাড়িতে আগমন করে তার মাতা মাজেদা বেগমের নামে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতাল উদ্ভোদন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন ফরিদপুর এর জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ জেলা আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।