মিজানুর রহমান, নগরকান্দাঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন এর জয়বাংলার মোড় বিশ্বরোডের সরকারি জায়গা বিক্রি ও দোকান ঘর উত্তোলন করার হিড়িক পড়েছে।
২ নভেম্বর বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় জয়বাংলার মোড়ে ঢাকা – খুলনা বিশ্বরোডের দক্ষিণ পাশে ইসমাইল ফকির (৪৫), পিতা মৃত মজিদ ফকির গ্রাম আলগাদিয়া ৬ টি দোকানের পজিশন ৬ জনের কাছে স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেন।
দোকান পজিশন ক্রেতারা হলেন আলগাদিয়া গ্রামের তোফাজউদ্দীন মাতুব্বর এর ছেলে আবুল কালাম, সিদ্দিক মোল্লার ছেলে ছলিম মোল্লা, মৃত মাজেদ মুন্সির ছেলে মিন্টু মুন্সি, সালাম মাতুব্বর এর ছেলে নুরু মাতুব্বর, জিলু শেখ এর ছেলে জুবায়ের শেখ ও সিদ্দিক এর ভাগিনা আলীনুর। দিন-রাতভোর কাজ করে তড়িঘড়ি করে দোকান ঘর উত্তোলন করছে।
বিশ্বরোড এর সরকারি জায়গা স্ট্যাম্পের মাধ্যমে ৬ জনের কাছে বিক্রি করার কথা ইসমাইল ফকির স্বীকার করলেও ক্রেতাদের কাজে স্থানে কাউকে পাওয়া যায়নি। কাঠ মিস্ত্রিরা তড়িৎ গতিতে দোকান ঘর উত্তোলন কাজে দেখা যায়।
জয়বাংলা বিশ্বরোডের দুই পাশে রাতারাতি দখল করে দোকান ঘর উত্তোলনের হিড়িক চলছে। স্থানীয় লোকজন মন্তব্য করেন প্রশাসনিক ভাবে কোন ব্যবস্থা এখনো না নেওয়ায় দখল ও বেচা কেনা চলমান রয়েছে।