
ফরিদপুর প্রতিনিধিঃ হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ায় ফরিদপুরের বেশিরভাগ ফিলিং স্টেশন ছিল খালি। কেননা জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সব ধরনের পরিবহনে তার ধাক্কা লেগেছে।
আজ বিকেলে বেশ কয়েকটা ফিলিং স্টেশন সরেজমিন পরিদর্শন কাল দেখা যায়। বেশিরভাগ স্টেশন ছিল প্রায় ফাঁকা। বেশ কয়েকটা স্টেশনে শুধুমাত্র মোটরসাইকেলেই পেট্রোল বিক্রিতে দেখা গেছে বেশি। তাছাড়া বাস ট্রাক এবং অন্যান্য পরিবহন ততটা চোখে পড়েনি।
ফিলিং স্টেশনে কর্মকর্তারা জানান হঠাৎ করে এভাবে তেল এর মূল্য বৃদ্ধির কারণে কারণে তাদের মারাত্মক অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে।বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন শুধুমাত্র যাদের জ্বালানি তেল প্রয়োজন তারাই বেশি দামে জ্বালানি তেল সংগ্রহ করছেন।
তারা জানান এইভাবে হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি না করে একটু সময় নিয়ে এবং পর্যায়ক্রমে বৃদ্ধি করলে সবার জন্য ভালো হতো। তাতে সবার উপকার হত। উল্লেখ করে যেতে পারে এতদিন ডিজেল পেট্রোল অকটেন বিক্রি হতো যথাক্রমে ৮০, ৮৯ ও ৮৬ টাকা প্রতি লিটার অন্যদিকে গতকাল থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৪, ১৩৫ ও ১৩০ টাকা। আর বাড়তি দামটাই তাদের জন্য একটা অতিরিক্ত বোঝা ।