ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম তানিমের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বুধবার বেলা ১২ টায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জলিল শেখ সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন পূর্ব শত্রুতার জের ধরে ১৪ ফেব্রুয়ারী ফরিদপুর শহরস্থ সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে তানজিমুল ইসলাম তানিমের উপর দুর্বৃত্তরা হামলা করে।
আহত তানজিমুল বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধননে আগত নেতৃবৃন্দরা তানজিমুলের উপর হামলাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।