স্টাফ রিপোর্টার: ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড এর অর্ন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী পহেলা ডিসেম্বর ২০২২ইং ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন।
৬ ও ৭ নভেম্বর মনোনয়ন পত্র সংগ্রহ, ৮ ও ৯ নভেম্বর মনোনয়নপত্র জমা, ১০ নভেম্বর বাছাই ও প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ১৩ ও ১৪ মনোয়নপত্রে উপর আপিল গ্রহন, ১৫,১৬ ও ১৭ নভেম্বর আপীল শুনানি, ২০ নভেম্বর চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ, ২১ নভেম্বর প্রত্যাহার, ২২ নভেম্বর বিনা প্রতিদ্বন্দী নির্বাচিতদের তালিকা প্রকাশ ও প্রতিক বরাদ্ধ এবং পহেলা ডিসেম্বর ভোট গ্রহন।
মনোনয়পত্র বিতরনের শেষ দিনে ১২টি পদের বিপরিতে ৯টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। সভাপতি পদে মনোয়নপত্র সংগ্রহ করছেন ওমর আলী খান, সহ-সভাপতি পদে মুজিবুর রহমান, সাধারন সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান, সদস্য পদে ইয়ার মোঃ শেখ দুদু, আঃ ছালাম বিশ্বাস, মোঃ হাবিবুর রহমান, মোঃ মুস্তাক শেখ, আফরোজা ইয়াসমিন, আহাদ মিয়া। নির্বাচন কমিটির সদস্যরা হলেন সভাপতি সৈয়দ ইশতিয়াক হোসেন, সদস্য মোঃ ইয়াকুব আলী ও জালালউদ্দীন মোল্লা।