ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং ফরিদপুর জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার র্যাফেলস ইন, গোয়ালচামটে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পূর্বে সতর্ক করা সত্বেও ভোক্তাদের নিকট প্রতিশ্রুত কৃষি কাজে ব্যবহৃত মেশিনারি পণ্য যথাযথভাবে আমদানি, বিক্রয় ও সরবরাহ না করার অপরাধে মেসার্স মা মেশিনারিজ’কে ২০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
এসময় কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন, সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান সহ জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।