বিশেষ প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং ফরিদপুরের জেলা প্রশাসক সদ্য পদোন্নতিপ্রাপ্ত (যুগ্ম সচিব) অতুল সরকারের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে সদর উপজেলার আলীপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
৩রা নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ টা হতে দুপুর ১২ঃ২০ মিনিট পর্যন্ত শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা, সরকারি ধার্য্যকৃত মূল্য থেকে চিনির মূল্য বেশি রাখা, চিনির ক্রয় রশিদ না থাকা এবং চিনিসহ নিত্যপণ্যের মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এ সময় নিউ হায়াত কেমিক্যালকে ১০ হাজার
মেসার্স জাকির স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গোডাউনে চিনির মজুদ, সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
এসময় জেলা সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান ও জেলা পুলিশের ১টি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।