নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় মোট ০২ টি মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ০৫ জন আসামি গ্রেপ্তার করা হয়। ট্রাফিক পুলিশ ০৮ টি প্রসিকিউশন দেয় ও ০৩ টি বিভিন্ন ধরনের গাড়ি আটক করে এবং ৫১,৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
ফরিদপুর জেলা পুলিশ সুত্রে জানা যায়, সালথা থানা পুলিশ কর্তৃক ০১ টি মামলা রুজু করা হয়। নিয়মিত মামলা ০৩ জন আসামি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সদরপুর থানা পুলিশ কর্তৃক ০১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ফৌজদারী কার্যবিধি আইনের ৩৪ ধারা মোতাবেক ০২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা – ০৮ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ১৮ টি, আদায় কৃত জরিমানার পরিমান- ৫১,৫০০/- টাকা, আটক সংখ্যা- মোটর সাইকেল- ০১ টি , ট্রাক- ০১ টি, ইজিবাইক- ০১ টি।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।