নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা পুলিশের অভিযানে ডাকাতদলের সদস্যসহ নিয়মিত ও পুরাতন মামলায় ৩১ জন আসামি আটক হয়েছে।
ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২২/০২/২০২২ সকাল ০৮.০০ ঘটিকা হতে ২৩/০২/২০২৩ সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ০১টি মিনি ট্রাক, ০১টি শাবল, ০১টি তালা কাটার যন্ত্র, ০১টি চাকু, ০১টি লোহার রড ও ০২টি মোবাইল ফোনসহ ডাকাতির প্রস্তুতিকালে ০১ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।
জেলায় মোট ০৭ টি মামলা রুজু করা হয়। নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ১৩ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। ট্রাফিক পুলিশ ০৭ টি প্রসিকিউশন দেয় ও ১,২৮,০০০/- টাকা জরিমানা আদায় করে। ১১ টি বিভিন্ন ধরনের গাড়ি আটক করা হয়।
মধুখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মেসার্স কোয়ালিটি প্লাষ্টিক ওয়ার্ল্ড ফ্যাক্টারীর মধ্যে ডাকাতির জন্য সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে আসামী ১। মোঃ সোলাইমান তালুকদার (৩৭) পিং- মৃত হাচান মাষ্টার, মাতা-সেলিনা বেগম, সাং-মহেশ্বর পাশা উত্তর বনিকপাড়া (১ নং ওয়ার্ড), থানা-দৌলতপুর, জেলা-খুলনা (কেএমপি) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির সহযোগী পলাতক আসামী/মুন্না (৩০) সহ অজ্ঞাতনামা ৮/৯ জনে পালানোর সময় তাহাদের ফেলে যাওয়া ট্রাকে থাকা ১। একটি তালা ভাংগা লোহার রড খাহার এক মাথা বাকা, যাহার দৈঘ্য অনুমান ২৬ ইঞ্চি, ২। একটি চাকু, যাহার দৈঘ্য অনুমান ১০ ইঞ্চি, ৩। একটি লোহার শাপল, যাহার দৈঘ্য অনুমান ২৫.৫ ইঞ্চি, ৪। তালা কাটা কাটার যন্ত্র, যাহার দৈঘ্য ৯.৫ ইঞ্চি ও 2022 22/02/20 মোঃ শহিদুল ইসলাম ৫। একটি ছয় ঢাকা বিশিষ্ট মিনি ট্রাক যাহার পিছনে রেজিঃনং-ঢাকা মেট্রো ড-১১-৭৯৩২ যাহার ইঞ্জিন নং – E049322000083F550, চেসিস নং-LV/VD00620N006954 ( মাঝে অস্পষ্ট) লেখা আছে, ধৃত অফিসার ইন-চার্জ অনুযাদি বাংলা, পরিদপুর আসামী ১। মোঃ সোলাইমান তালুকদার (৩৭) এর দেহ তল্লাশী করিয়া ৭) একটি SYMPHONY বাটন মোবাইল ফোন, যাহার IMEI নং-১) ৩564825038350৬৭, ২) ৩৫৬১৮২৫০৩৮৩৫০৭৫ এবং ০১৮৫৫১৪৬২৭৬ সংযুক্ত, ৮) একটি OPPO টার্চ মোবাইল ফোন, যাহার IMEI নং-১) ৮৬4763050038817, ২) 8647630500388০৯ এবং ০১৯৯৩২১২৪৩৬ সংযুক্ত পাইয়া ইং-২২/০২/২০২২ তারিখ ০৪.২০ ঘটিকার সময় জব্দ তালিকায় মূলে উদ্ধার করা হয়।
ধৃত আসামী ১। মোঃ সোলাইমান তালুকদার(৩৭) কে জিজ্ঞাসাবাদে সে তার উল্লেখিত নাম ঠিকানা জানায় এবং তাহার সাথে থাকা আসামী ২। মুন্না (৩০) সহ অজ্ঞাতনামা ৮/৯ জন খুলনা ফুলবাড়িগেট থেকে মিনি ট্রাক যোগে আসিয়া অত্র থানা এলাকায় মেসার্স কোয়ালিটি প্লাষ্টিক ওয়ার্ল্ড ফ্যাক্টারীর মধ্যে ডাকাতির জন্য সমাবেত হইয়া ডাকাতির জন্য প্রস্তুতি নেওয়ায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারার অপরাধ করিয়াছে।
উক্ত আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়। এছাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০২জন চোর চক্রের সদস্য ও গ্রেফতারি পরোয়ানা আমলে ০২জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ০১ টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন নিয়মিত মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ০৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
ভাঙ্গা থানা পুলিশ কর্তৃক ০২টি নিয়মিত মামলা রুজু করা হয়। অভিযান পরিচালনা কালে নিয়মিত মামলায় ০২ জন আসামী ও গ্রেফতারি পরোয়ানা আমলে ০১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
সালথা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা কালে গ্রেফতারি পরোয়ানা মূলে ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ০৩জন ও গ্রেফতারি পরোয়ানা মূলে ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ০২টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ০৩ জন আসামি ও গ্রেপ্তারি পরোয়ানা আমলে ০৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
সদরপুর থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
চরভদ্রসন থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
ফরিদপুর ট্রাফিক বিভাগ কর্তৃক রুজুকৃত মামলার সংখ্যা – ০৭ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ৪১ টি আদায়কৃত জরিমানার পরিমান- ১,২৮,০০০/- আটক সংখ্যা- মোটরসাইকেল ০৭, ইজিবাইক ০৪ টি।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।