নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন থানাধীন চোরাই মোটরবাইক, রিক্সা ও ইয়াবাসহ নিয়মিত এবং পুরাতন মামলার ৩৭জন আসামী গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশ সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ০৯টি চোরাই অটোবাইক, ১৩টি চোরাই অটো রিক্সা ও ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। জেলায় মোট ০৭ টি মামলা রুজু করা হয়। নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ১৭ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়। ট্রাফিক পুলিশ ২৭ টি প্রসিকিউশন দেয় ও ৫১,০০০/- টাকা জরিমানা আদায় করে। ১৩ টি বিভিন্ন ধরনের গাড়ি আটক করা হয়।
মোঃ রাকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুর এর নেতৃত্বে এসআই মোঃ ফরহাদ হোসেন, এসআই মোঃ আঃ জব্বার, সঙ্গীয় অফিসার ফোর্সসহ ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৯ টি চোরাই অটোবাইক, ১৩ টি চোরাই রিক্সা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুর এর জিডি নং-২২৯, তারিখ-১৪/০২/২০২২ মূলে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাইক্রোবাস যোগে কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে ১৪/০২/২০২২ তারিখ ১৩.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর কোতয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর ফরিদপুর ভাঙ্গা মহাসড়কে জনৈক হাসান শরীফ এর রিক্সার গ্যারেজে হতে ১। আবুল কালাম (৪০), পিতা-মৃত ইসমাইল চৌকিদার, মাতা-রোকেয়া বেগম, সাং-দক্ষিণ ক্রোকচর, থানা-শিবচর, জেলা-মাদারীপুরকে ধৃত করে এবং তার দখল হতে ১৩ টি পুরাতন ব্যাটারী চালিত রিক্সা উদ্ধার করে।
ধৃত আসামী আবুল কালামের দেয়া তথ্য মোতাবেক একই তারিখ ১৪.৪৫ ঘটিকার সময় ফরিদপুর কোতয়ালী থানাধীন টেপাখোলা লেকপাড় মোড় ধলার মোড়গামী পাকা সড়ক হতে ২। শাহীন মন্ডল (৫০), পিতা-আছির উদ্দিন মন্ডল, মাতা-মাজেদা বেগম, সাং-কোমরপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর ও ৩। আনোয়ার মীর (৪৫), পিতা-মৃত জয়নাল মীর, সাং-দুলালী, থানা-নগরকান্দা, এ/পি ভাটিলক্ষীপুর শশুর জৈনদ্দিন বয়াতি, থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুরদ্বয়কে ধৃত করে।
তাদের স্বীকারোক্তি মোতাবেক আসামী শাহীন মন্ডল এর দখল হইতে ০১ টি অটো বাইক এবং ধৃত আসামী আনোয়ার মীর এর দখল হতে ১০০ (একশত) পিস হালকা লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃত আসামী শাহিন ও আনোয়ার এর দেয়া তথ্য মোতাবেক একই তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় পশ্চিম আলীপুর খন্দকারলজ এর সন্নিকটে মের্সাস সোহেল এন্টারপ্রাইজ দোকান হতে রাকিবুল ইসলাম দিলা (২১), পিতা-মোঃ আইয়ুব খান, মাতা-কোহিনুর বেগম, সাং-শৈলডুবি, থানা-সালথা, জেলা-ফরিদপুর ও ৫। কালাম সরদার (৫২), পিতা-মৃত বাহাদুর সরদার, সাং-পশ্চিম আরীপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ধৃত করা হয় এবং তাদের দখল হতে ০৩ টি অটো বাইক উদ্ধার করা হয়।
ধৃত আসামীদ্বয়ের দেয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ ১৬.৫০ ঘটিকার সময় ফরিদপুর কোতয়ালী থানাধীন দক্ষিণ টেপাখোলা সাকিনস্থ ধৃত আসামী জাহিদ মোল্যার দখল হতে ০৪ টি চোরাই অটো বাইক উদ্ধার করা হয়।
ধৃত আসামী জাহিদ মোল্যার দেয়া তথ্য মোতাবেক পলাতক আসামী হায়দার এর গ্যারজে হতে ০২ টি অটোবাইক উদ্ধার করা হয়।
উল্লেখিত আসামীদের বিরুদ্ধে এসআই/ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানার মামলা নং-৪৩, তারিখ ১৪/০২/২০২২ ধারা-৩৭৯/৪১১/৪১৩ পেনাল কোড ও ০১টি মাদক মামলা রুজু করেন।
মধুখালী থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী সজীব শেখ, পিতা-আশরাফ শেখ, গ্রাম-গোন্দারদিয়া, থানা-মধুখালী, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামির বিরুদ্ধে মধুখালী থানায় ০১টি মাদক মামলা রুজু করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানা মূলে ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ০১টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৬ জন নিয়মিত মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।
বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ০১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
ভাঙ্গা থানা পুলিশ কর্তৃক ০১টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ০২ জন ও গ্রেফতারি পরোয়ানা আমলে ০৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
নগরকান্দা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
সালথা থানা পুলিশ কর্তৃক একটি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ০১জন আসামী ও গ্রেফতারি পরোয়ানা মূলে ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।
সদরপুর থানা পুলিশ কর্তৃক ০১ টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ০২ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ০১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
ফরিদপুর ট্রাফিক বিভাগ কর্তৃক রুজুকৃত মামলার সংখ্যা – ২৭ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ২১ টি
আদায় কৃত জরিমানার পরিমান- ৫১,০০০/- আটক সংখ্যা- ইজিবাইক ২, মোটরসাইকেল ০৮, সিএনজি ০১, ট্রাক ০২ টি।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।