বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২৫৪১ (দুই হাজার পাঁচশত একচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক সাধারণ ডায়েরী করা হয়। যাহার নং- ৩২৫ তারিখ ২২/০৮/২০২২।
ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পুলিশ সুপার এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস.আই (নিঃ)/মোঃ সোহেল রানা তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২২/০৮/২০২২ খ্রিঃ ২০.১০ ঘটিকার সময় ঘটনাস্থল ভাংগা থানাধীন আজিমনগর ইউনিয়নের জাংগালপাশা সাকিনস্থ জনৈক মোঃ শারফিন মীর (৩২) এর বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী ১। মনির তালুকদার (২৮), পিতা- আবুল কালাম তালুকদার, সাং- জাংগাল পাশা, থানা- ভাংগা জেলা-ফরিদপুর এর দেখানো মতে মোঃ শারফিন মীর (৩২) এর গোয়াল ঘরের ভিতর হতে ২,৫৪১ (দুই হাজার পাঁচশত একচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
ঘটনাস্থল হতে ১। মোঃ শারফিন মীর (৩১), পিতা- আলমগীর মীর, ২। রাবিয়া বেগম স্বপ্না (২৯), স্বামী- শারমিন মীর, ৩। শাহাদাত খাঁ (৩০), পিতা- মদন খাঁ সর্ব সাং- জাংগালপাশা ৪। নজরুল মাতুব্বর (৩৩), পিতা- মৃত খালেক মাতুব্বর, সাং- ব্রাহ্মনপাড়া সর্ব থানা- ভাংগা জেলা-ফরিদপুর পালিয়ে যায়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামীসহ পলাতক আসামীরা গোয়াল ঘরের ভিতর বিপুল পরিমান মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিভিন্ন স্থানে হতে ক্রয় করে এনে বিক্রয়ের উদ্দেশ্যে প্যাকেটজাত করতেছিল।
এ সংক্রান্তে এসআই/মোঃ সোহেল রানা স্যার বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে ভাংগা থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনির ১০(খ)/৪০/৪১ ধারায় এজাহার দায়ের করেন।