1. news.ajkerkontho@gmail.com : Ajker Kontho : Ajker Kontho
  2. rjillur86@gmail.com : Jillur Rahman Russell : Jillur Rahman Russell
  3. sklablu6580@gmail.com : Lablu Shek : Lablu Shek
  4. multicare.net@gmail.com : আজকের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদে ৪ শিক্ষকের ওপর হামলা অভিযোগ আলোচিত ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার কাজদিয়া সরকারী বিদ‍্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ২১ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কানাইপুর ইউনিয়নের জনগণ যাতে সঠিক সেবা পায় তা নিশ্চিত করা হবে আলতাফ হোসেন নিরাপদ সবজি গ্রাম ঘোষনা ও সনদপত্র বিতরন জমকালো আয়োজনে তুষার মাহমুদ আকমান এর ৪৪ তম জন্মদিন পালন গোয়ালচামটে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত কৈজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওন এবং সম্পাদক তানজিল  কৈজুরীতে নারীর সহিংসতা রোধে ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জিংক সমৃদ্ধ ধানের বাম্পার ফলন: মানুষের শরীরের জিংকের ঘাটতি কমাবে বিশেষ এ ধান

Rabiul Hasan Rajib
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন, ২০২২
সত্য প্রকাশে নির্ভীক

।বিশেষ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলায় জিংক সমৃদ্ধ ধানের ব্যাপক আবাদ করা হয়েছে বলে জানা গেছে। ফলনও হয়েছে বাম্পার। কৃষকের মুখে ফুটেছে হাঁসি। যেকারণে আগ্রহ বাড়ছে এই ধান চাষের। মানুষের শরীরের জিংকের ঘাটতি পূরণে এ ধান বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে- বেসরকারী সংস্থা হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) বাস্তবায়নে কমার্সিয়ালাইজেশন অব বায়োফর্টিফাইড ক্রপস (সিবিসি) প্রকল্পের মাধ্যমে বীজ বিক্রেতা ও কৃষকদের উদ্ভুদ্ধ করে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ ও ব্রি ধান- ৮৪ এর ব্যাপক চাষাবাদ করা হয়েছে।

একাধিক কৃষক জানান- এই ধান চাষ করে তারা খুব ভালো ফলন পেয়েছেন। বিভিন্ন রাইস মিলে অন্যান্য জাতের ধানের তুলনায় এ ধানের চাহিদা বেশি। তাই এ ধান বিক্রি করে তারা ব্যাপক লাভবান হচ্ছেন।

ধান ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন- কৃষকের কাছ থেকে আমরা সকল জাতের ধানের সাথে জিংক সমৃদ্ধ বিশেষ ধানও ক্রয় করছি। এসব ধান সম্পূর্ন আলাদা ভাবে সংরক্ষন করে নির্ধারিত কিছু রাইস ও চিড়ার মিলে পাঠাচ্ছি। মিল কতৃপক্ষ এই ধান দিয়ে জিংক চাউল ও জিংক চিড়া তৈরী করে বাজারজাত করছেন।

প্রকল্পের সাথে সংশ্লিষ্ট এসডিসির একজন কর্মকর্তা বলেন- জিংক প্রতিটা মানুষের শরীরে প্রয়োজন। বেশির ভাগ মানুষের শরীরে জিংকের ঘাটতি রয়েছে। বিশেষ করে মহিলা ও শিশুদের শরীরে এর ঘাটতি বেশি। মানুষের শরীরের জিংকের ঘাটতি পূরণে জিংক সমৃদ্ধ ধান বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি। আমরা এই জিংক সমৃদ্ধ ধান চাষাবাদ বৃদ্ধি ও জিংক চাউল বাজারজাতকরণে কাজ করছি। মানুষকে জিংক চাউল খাওয়ার ব্যাপারে উৎসাহিত করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!