রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালুর দাবিতে মাদারীপুরের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শেখ হাসিনা মহাসড়কের একপাশ কিছু সময়ের জন্য বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। পরে মাদারীপুরের জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি দেন। এ সময় শিক্ষার্থীরা পরীক্ষা চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
মাদারীপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া সাদি বলেন,সকল শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে। অথচ গণপরিবহন চালু আছে, লঞ্চ চলছে, নির্বাচন চলছে, বাণিজ্য মেলা চলছে, সব কিছুই চলছে। তাই স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে আমাদের পরীক্ষাগুলো নেয়া হোক।
মানববন্ধন কর্মসূচির আহবায়ক ও মাদারীপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী হৃদয় মুন্সী বলেন, ওমিক্রনের দোহাই দিয়ে আমাদের পরীক্ষা বন্ধ করে দেয়া হয়েছে। যেখানে বাণিজ্য মেলা চলছে, বিপিএল চলে, সেখানে পরীক্ষা বন্ধ কেন? আজকে সারাদেশে শিক্ষার্থীদের মানবন্ধন চলছে। সরকার যদি আমাদের ডাকে সারা না দেয়, তাহলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিবো।
উক্ত মানববন্ধনে মাদারীপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।