স্টাফ রিপোর্টারঃ জাতীয়তাবাদী মৎস্যজীবীদল কোতয়ালী থানা শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকালে ফরিদপুর ময়েজউদ্দীন উচ্চ বিদ্যালয় হলরুমে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীযতাবাদী মৎস্যজীবী দল কোতয়ালী থানা শাখা সভাপতি মোহাম্মদ শামছুল আলম বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় সংসদের সদস্য অধ্যক্ষ মোঃ লোকমান হোসেন, ফরিদপুর জেলা কমিটির আহবায়ক শফিকুল আলম ও সদস্য সচিব সোহেল আহমেদ। সভা পরিচালনা করেন জহিরুল ইসলাম পলাশ।