স্টাফ রিপোর্টার: রোটারী ক্লাব অব ফরিদপুর এবং জরিপ মালেকা ফাউন্ডেশনের যৌথ উদোগে রবিবার বিকালে শহরতলীর আলীপুরে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোটারী ক্লাব অব ফরিদপুরের প্রেসিডেন্ট ও জরিপ মালেকা ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান ডাঃ এ টি এম শাহ্জাহান কবিরের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত থেকে শীর্তাতদের হাতে কম্বল তুলে দেন ফরিদপুর পৌরসভার ১নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, ১০নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, মহিলা কাউন্সিলর মাসুমা বেগম, ফরিদপুর স্বাচিবের সভাপতি রোটারিয়ান ডাঃ এম এ জলিল, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আজম হোসেন ফকির, রোটারিয়ান ডাঃ ইনামুল হক, রোটারিয়ান কাজী মাহমুদুল হাসান, রোটারিয়ান প্রফেসর মতিউর রহমান, রোটারিয়ান সামচুন নাহার পপি, জরিপ মালেকা ফাউন্ডেশনের সদস্য ডাঃ ফিরোজা কবির পিংকি, প্রফেসর এস এম আশিক আবদুল্লাহ, ডাঃ আফরোজা কবির রিংকি প্রমুখ।
উল্লেখ্য রোটারিয়ান ডাঃ এ টি এম শাহ্জাহান কবিরের পিতা ও মাতার নামে প্রতিষ্ঠিত জরিপ মালেকা ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় দরিদ্রদের মাঝে বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।