এদিকে যশাই ইউনিয়নের জলিলপাড়া এলাকায় দেখা যায়, বাড়ি বাড়ি গিয়ে নানা বয়সী ভোটারদের কাছে গিয়ে আনারস প্রতীকে ভোট চাচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ছিদ্দিকুর রহমান। এসময় তিনি বলেন, ভোটাররা আমাকে যেভাবে আশ্বস্ত করছে, তাতে আমি বিপুল ভোটে বিজয়ী হব বলে শতভাগ আশাবাদী।
শুধু সরিষা আর যশাই নয়- বাহাদুরপুর, হাবাসপুর, বাবুপাড়া, মাছপাড়া, কসবামাজাইল, কলিমহর, পাট্টা ও মোরাট ইউনিয়নে একইভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ১০টি ইউনিয়নেই চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরাও ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আগামী ৫ জানুয়ারী উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১ লাখ ২৮ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৪ হাজার ৫৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬৪ হাজার ৪১ জন।