নিজস্ব প্রতিবেদকঃ ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে পালাবদলের ছড়াকার এনায়েত হোসেনের ৭৮তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা সংসদের সভাপতি সায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী। স্মৃতি সংসদের সাধরণ সম্পাদক মোঃ হারুনার রশিদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন এফডিএ এর নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মৃধা, ময়েজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার খান, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, কবি নিলুফার ইয়াসমিন রুবি, মজিবর রহমান।
উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আলীমুজ্জামান, শরীয়তপুর জেলা নির্বাচন অফিসার জাহিদ হোসেন, শিক্ষক তোফাজ্জেল হোসেন, প্রভাত সিং। কবিতা পাঠ করেন কবির নাতনী কাব্য, দেলোয়ার হোসেন, হারুনার রশিদ প্রমূখ।