
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ছায়ানীড়ের উদ্যোগে সর্বস্তরে বাংলা ভাষার শুদ্ধ বানান শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা আজ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছায়ানীড় সভাপতি ডক্টর ইউসুফ খান।
বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত এমেরিটাস অধ্যাপক সালাম মণ্ডল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ডাক্তার দিলরুবা জেবা, সাবেক ডেপুটি রেজিস্ট্রার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মির্জা নাহিদা আক্তার বন্যা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ছায়ানীড় নির্বাহী পরিচালক অধ্যাপক মোঃ লুৎফর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি ইয়াছিন কলেজ এর অধ্যক্ষ শিলা রানী মন্ডল, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রেজভী জামান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, ফরিদপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা আক্তার, সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানান শুদ্ধ উচ্চারণ তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।