
মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসনঃ “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩জুলাই শনিবার সকাল সারে ১০টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মুস্তাফিজুর রহমান শিমুল, মো. উজ্জল হোসেন, মো. আরিফ হোসেন সহ চরভদ্রাসন উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ পলনে করনীয় বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন ‘২৩ জুলাই হতে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ চলবে।
এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ সফল করার লক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।এর মধ্যে রয়েছে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন হাট বাজারে ভিডিও চিত্র প্রদর্শন করে মানুষকে সচেতন করা। উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করন। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন, সফল মৎস্য চাষীদের মাঝে পুরুস্কার বিতরন, সুফলভোগীদের প্রশিক্ষন, মোবাইলকোর্ট পরিচালনা ও বিভিন্ন উপকরন বিতরনের পাশাপাশি নানা কর্মসূচি হাতে নিয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন তিনি।