মুস্তাফিজুর রহমান: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ হতে একটি র্যালী বের করা হয়। র্যালীটি কলেজ চত্বর হতে বের হয়ে সদর বাজারের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় সড়ক প্রদক্ষিন করে হাসপাতাল সড়ক হয়ে কলেজে গিয়ে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, কলেজের শিক্ষক, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন। এছাড়া রোভার স্কাউট, কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ র্যালীতে অংশগ্রহন করেন।