লিয়াকত আলী লাভলুঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাটকা সংরক্ষণ প্রকল্পের আওতায় জেলেদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান এর সার্বিক পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোতালেব মোল্লা, ফরিদা পারভীন, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, জাহাঙ্গীর বেপারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান টিটু, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার সহ মৎস্যজীবীরা।
এ সময় মৎস্যজীবীদের সংরক্ষন উপলক্ষে চলমান কর্মসূচির আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং জীবিকা নির্বাহের জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল ও তিনটি ছাগল। ছাগলের খাদ্য ও ওষুধ সরবরাহ করা হয়।
জাটকা মাছ না ধরতে ছেলেদেরকে এই অনুদান দেওয়া হয়। এ সময় তিনটি করে মোট ৩০ টি ছাগল দেওয়া হয়।
জেলেদের জীবন যাত্রার মান উন্নয়নে উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সবসময় তাদের পাশে আছেন এবং থাকবেন যেকোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করার জন্য বলা হয় এবং সরকারের আইন মেনে চলতে বলা হয়।