লিয়াকত আলী (লাভলু), চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চরভদ্রাসন উপজেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১১ ঘটিকায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কার্যালয় থেকে শীতার্থদের মাঝে ১০০ পিস কম্বল বিতরণ করা হয়।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চরভদ্রাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিয়াকত আলী লাভলুর সার্বিক পরিচালনায় উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কেন্দ্রীয় কমিটি প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমানবাধিকার বাস্তবায়ন সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কেন্দ্রীয় কমিটি মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ হোসেন মন্টু মৃধা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আনোয়ার আলী মোল্লা, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চরভদ্রাসন উপজেলা শাখার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, মোঃ হাবিবুর রহমান, শেখ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, অর্থ সম্পাদক এম এম সাইফুর রহমান উজ্জল, সমাজ কল্যাণ সম্পাদক কোবির হোসেন, প্রচার সম্পাদক সুলতান মোল্লা, সাংস্কৃতি সম্পাদক রতন টিকাদার, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার সহ হারুনু অর রশিদ, শামীম হোসেন, মোহাম্মদ মোস্তফা, মোঃ মুকুল হসেন, শাহজাহান সিকদার, লিটন শিকদার সহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চরভদ্রাসন উপজেলা শাখার সদস্য ও চরভদ্রাসন উপজেলার সাধারণ জনগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পেশা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যে যার অবস্থান থেকে মানবতার সেবা করার চেষ্টা করেন এরপরও কিছু মানুষ সাধারণ মানুষের উপর জোর জুলুম অন্যায় অত্যাচার করেই চলছে। আমরা সকলে একত্রিত হয়েছি এই নির্যাতিত অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তাদের সহযোগিতা করার জন্য। আপনার-আমার সকলের প্রচেষ্টায় সমাজ থেকে জোর জুলুম অন্যায় অত্যাচার কিছুটা হলেও নির্মূল করার লক্ষ্যে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কাজ করে চলছে। আপনারা আমাদের সাথে থেকে আমাদের কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।