
মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসনঃ “৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ,পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রানবন্ত ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. কাউছার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মোতালেব হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খাইরুল ইসলাম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ দাস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, মো. ইয়াকুব আলী, মো.জাহাঙ্গীর কবির, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সাংবাদিক আবুল কালাম প্রমুখ।
বক্তারা জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা, দারিদ্রতা, মাতৃস্বাস্থ্য মানবাধিকারের মতন জনসংখ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।