চরভদ্রাসন সংবাদদাতাঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সরবান্দিয়া গ্রামে কহিনুর বেগম এর বাড়িতে গত ১০/০৫/ ২০২২ ইং মঙ্গলবার আনুমানিক ভোর ৫ ঘটিকায় অতর্কিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযুক্তরা হলেন জিন্না ফকির (৫০) পিতা-মৃত লালু ফকির, রাশেদ ফকির (২০) পিতা জিন্না ফকির, উভয় সাং- দবিরুদ্দিন প্রামানিক ডাঙ্গী শাজাহান ফকির (৪৫) পিতা লালু ফকির, আমান ফকির (৪৮) পিতা খালেক ফকির উভয় সাং-চর বান্দিয়া ।
কোহিনুর বেগমের স্বামী বিদেশে থাকে কোহিনুর বেগম তার শাশুড়ি ও ছোট ছেলে নিয়ে বাড়িতে একাই থাকেন। এ সুযোগে জিন্না ফকিরের নেতৃত্বে এরা সকলে ভোরবেলা লাঠিসোটা ও দেশীয়ো অস্ত্র নিয়ে কোহিনুর বেগম এর বাড়িতে উপস্থিত হয়ে ঘরের টিনের বেড়া কেটে দরজা খুলে কোহিনুর বেগমের শাশুড়ি হালিমা বেগম (৬০) কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে দেয় তার ছেলের বউ কোহিনুর বেগম (৩০) এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে তাদের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য ৫৫,০০০ (পঞ্চান্ন হাজার টাকা) ঘরের মধ্যে ঢুকে সবকিছু এলোমেলো করে ঘরে থাকা প্রাই ৫০১০০ (পঞ্চাশ হাজার একশত টাকা) টাকা নিয়ে যায় যাবার সময় ঘরের টিনের বেড়া কোপায় এবং আসবাবপত্রে ভাঙচুর করে যার আনুমানিক ক্ষতির পরিমাণ ২০,০০০ (হাজার টাকা) এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
জানা যায় তাদের সাথে দীর্ঘদিন যাবৎ জমা-জমি নিয়ে বিরোধ চলছিল শেষ খবর পাওয়া পর্যন্ত হালিমা বেগম চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
চরভদ্রাসন থানা এস আই ওমিও মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোহিনুর বেগম বাদী হয়ে অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।