
মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসনঃ ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে কনফারেন্স রুমে আলোচনা সভা, সেলাই মেশিন ও বৃক্ষের চারা বিতরন করা হয়।
বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চরভদ্রাসন থানা ও চরভদ্রাসন সরকারী কলেজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) মো. খাইরুল ইসলাম, চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগন।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়। এরপর উপজেলা নার্সারী হতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরন করা হয়।