লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে মৎস্যজীবী (জেলেদের) মাঝে কম্বল বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দকৃত কম্বল। চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বর থেকে পদ্মা সংলগ্ন হাজী ডাংঙ্গী গ্রামের ও নদী সংলগ্ন এলাকায় যারা সবসময় মাছ ধরেন এমন ৫০ জন জেলেদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাওছার হোসেন, চরভদ্রসন থানা অফিসার ইনচার্জ মোঃজিয়ারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান সদর ইউপি মেম্বার মোহম্মদ ফজলুর রহমান খান ইউপি সদস্য মোঃ এখলাছ হোসেন সহ মৎস্যজীবীরা এ সময় প্রত্যেকে একটি করে কম্বল দেওয়া হয়।
এসময় তানজিলা কবির ত্রপা বলেন মৎস্যজীবীরা শীতের রাতে কঠোর পরিশ্রম করে সারারাত জেগে মাছ স্বীকার করেন তাদের এই পরিশ্রমের ফলে আমরা টাটকা মাছ পাই এবং আমরা আমাদের আমিষের চাহিদা পূরণ করে থাকি। শীতকালীন উপহার হিসেবে তাদের হাতে একটি করে কম্বল তুলে দিতে পেরে আমার খুব ভালো লাগছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিম্ন আয়ের মানুষের জন্য তার অনুদানের একটি অংশ শীতকালীন কম্বল এবার চরভদ্রাসনে সমস্ত এলাকা ঘুরে ঘুরে বেছে বেছে অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দিতে পেরে ভালো লাগছে।