লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসনঃ ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১উদযাপন উপলক্ষে চরভদ্রাসন উপজেলা পরিষদ সভাকক্ষে আজ শনিবার সকাল ১১ ঘটিকায় আন্তর্জাতিক অভিবাসন দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা তানজিলা কোবির ত্রপা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার হোসেন, এনজিও প্রজেক্ট অফিসার সাবিনা ফেরদৌসী শম্পার সার্বিক পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক মেজবাহ উদ্দিন, সাংবাদিক আব্দুস সবুর কাজল সহ বিদেশ ফেরত অভিবাসী জাকারিয়া হোসেন, সুফিয়া বেগম সহ অন্যান্যরা “জাতির পিতার সুবর্ণজয়ন্তীতে অভিবাসীরা আনবে উন্নতি” এই প্রতিপাদ্যকে ঘিরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এর আলোচনা শেষ হয়। চরভদ্রাসন উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় এনজিও ওকাব এর সহযোগিতা উক্ত অনুষ্ঠানটি প্রচারিত হয়।