চরভদ্রাসন প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নির্বাচন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামকে সরকারি চাকুরী হতে সাময়িক বরখাস্ত করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।
গত ২৪ ফেব্রুয়ারী ১৭.০০.০০০০.০৮৩.২৭.০১০.২২-৯৩ নং স্মারক পত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত উক্ত নির্বাচন অফিসারকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
সদ্য সমাপ্ত উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালিন ওই নির্বাচন অফিসার প্রার্থীদের ভয় দেখিয়ে ঘুষ গ্রহনের অভিযোগটির সত্যতা মিলেছে বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে দৈনিক যুগান্তর পত্রিকায় উক্ত অফিসারের ঘুষ-দুর্নীতি ও ব্যাংকে জমা ঘুষের টাকা নিয়ে দু’টি প্রতিবেদন ফলাওভাবে প্রকাশিত হয়।
সাময়িক বরখাস্তর আদেশপত্রে বলা হয়েছে, উক্ত নির্বাচন অফিসার উপজেলা গাজীরটেক ইউনিয়নের ইউপি সদস্য প্রার্থী আব্দুর রউফ ও চেয়ারম্যান প্রার্থী আহসানুল হক মামুন নামীয় প্রার্থীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় সংক্রান্ত অভিযোগটির সত্যতার প্রমান মিলেছে। উপজেলা নির্বাচন অফিসারের ব্যাবহৃত সোনালী ব্যাংক শাখায় ২০০৯৯০১০১৪৪৫৭ নং হিসাবে নির্বাচন পূর্ব, নির্বাচন চলাকালিন ও নির্বাচন পরবর্তি সময়ে অর্থাৎ গত ০৭ অক্টোবর হতে ২৩ ডিসেম্বর, ২০২১ খ্রি. পর্যন্ত মোট ২৩ লাখ ৫ হাজার টাকা জমা পাওয়া গেলেও তদন্তে উক্ত ব্যাংক হিসাবে জমাকৃত টাকার সুনির্দিষ্ট উৎস্য দেখাতে ব্যর্থ হয়েছেন নির্বাচন অফিসার।
এছাড়া যেহেতু অভিযোগকারীদের কাছ থেকে গত ২ নভেম্বর নির্বাচন অফিসার পৌনে দুই লাখ টাকা ঘুষ হিসেবে গ্রহন করে পরের দিন তার ব্যাংকে জমাকৃত টাকার বিষয়ে অভিযোগকারীদের বক্তব্য সত্যতা পাওয়া গেছে।
উক্ত নির্বাচন অফিসারের ঘুষ গ্রহন ও দুর্নীতি বাংলাদেশ নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, যেহেতু তার এরূপ কার্যকলাপ শৃঙ্খলা পরিপন্থি।
উক্ত নির্বাচন অফিসার কর্তৃক সংঘঠিত কর্মকান্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি (৩) খ অনুযায়ী ‘অসাদাচরণ’ এবং বিধিমালা ৩ (ঘ) অনুযায়ী ‘দুর্নীতি পরায়ণতা’ এর শামিল।
তাই উক্ত নির্বাচন অফিসারকে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী সরকারি চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালিন সময়ে নির্বাচন অফিসার প্রচলিত বিধি মোতাবেক শুধুমাত্র খোরাকী ভাতা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, বরখাস্তকৃত নির্বাচন অফিসারের বিরুদ্ধে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (সংস্থাপন-১) মোঃ জিলহাজ উদ্দিন ও জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান।