মোক্তার হোসেন, পাংশা, রাজবাড়ীঃ গৌরাঙ্গ সংঘ বাংলাদেশ সংগঠনের উদ্যোগে শুক্রবার ১১ ফেব্রুয়ারী বিকেলে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সহধর্মিনী মিসেস সাইদা হাকিমের আরোগ্য লাভে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা কেন্দ্রীয় কালী মন্দিরে শুক্রবার বিকেল ৪টায় সংগঠনের মাসিক অনুষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, ডাঃ বুদ্ধিশ্বর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রার্থনা পরিচালনা করেন অশোক পাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অশোক রায়, সুবাস দে, বরুন বিশ্বাস, অজয় ভদ্র, দিলীপ কুন্ডু, সুফল শর্মা, ডাঃ দ্বীপেন্দ্রনাথ দাস, ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, সুদেব প্রামানিক, রত্না বিশ্বাস, দীপিকা বিশ্বাস, সমর দাস, কামনা সরকার, দিলীপ বিশ্বাস, কালীপদ শীল, দীপেন নন্দীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংকীর্তন পরিচালনা করেন নারায়ন চন্দ্র পাল ও তার দল।
প্রসঙ্গতঃ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ও তার সহধর্মিনী মিসেস সাইদা হাকিম গত ২ ফেব্রুয়ারী করোনা পজিটিভ হন। তারা ৩ ফেব্রুয়ারী রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়ে ৪ দিন চিকিৎসা গ্রহণের পর ৮ ফেব্রুয়ারী সেখান থেকে রিলিজ নিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে ঢাকার নিজ বাসভবনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
করোনায় আক্রান্ত হওয়ার খবরে এমপি জিল্লুল হাকিম ও তার সহধর্মিনী মিসেস সাইদা হাকিমসহ পরিবারের সকলের সুস্থতা কামনা করে নির্বাচনী এলাকা পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল এবং বিশেষ প্রার্থনা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জন্য দোয়া চেয়ে সহানুভূতি প্রকাশ করায় এমপি জিল্লুল হাকিম দলীয় নেতাকর্মী, নির্বাচনী এলাকার জনগণ, রাজবাড়ী জেলাবাসীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।