ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন এর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক কালের কন্ঠ ও বাংলাভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি নির্মলেন্দু চক্রবর্তী শংকর, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, সাংবাদিক জুবায়ের জাকির ও দৈনিক সমকাল ও চ্যানেল 24 এর জেলা প্রতিনিধি হাসানুজ্জামান সভায় বক্তারা গৌতম এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, গৌতম ফরিদপুরের সাংবাদিক এর জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে যা কখনো পূরণ হবার নয়। তিনি সৎ সাংবাদিক ছিলেন এজন্যই লোকজন তাকে পছন্দ করতো ভালোবাসতো।
একটি সত্য ঘটনা তুলে ধরতে গিয়ে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। যদিও পরবর্তীতে এই হত্যাকান্ডের বিচার হয়েছে। তারা গৌতমের আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এবং তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
সকালে গৌতম দাস এর গ্রামের বাড়ি ভাঙ্গার চন্ডীদাসদী তে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।