নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে পাসপোর্ট অফিসের দালাল ও প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার বিকালে পাসপোর্ট অফিস এলাকা থেকে দালাল চক্রের ঐ ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, নিতিশ চন্দ্র ঘোষ ওরফে নিকু রানা (৩৯), মো. মেহেদী হাসান জনি (৩৬), মো. সুরুজ আলী (২৩), মো. আরিফুজ্জামান ওরফে আরিফ (৩৬)। তাদের সকলেরই বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।
ডিবির ওসি আরও জানান, আটককৃতরা ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকা হতে আগত ব্যক্তিদের পাসপোর্টের কাজে সাহায্য করার কথা বলে তাদের সাথে সর্ম্পক তৈরি করে অতিরিক্ত টাকা আদায় এবং প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছে।
আসামীদের নিকট হতে দালালি ও প্রতারণার সর্বমোট ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়।