মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশা পাইলট গার্লস হাইস্কুলে মঙ্গলবার সকালে স্কুল-মাদরাসার শিক্ষকদের ৩দিন ব্যাপী মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা পাইলট গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক সান্তনা দাস।
অন্যান্যের মধ্যে শিক্ষক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শামসুল আলম, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষক হিসেবে রয়েছেন জেলা এ্যাম্বাসেডর ওয়াহিদুল ইসলাম খান, আব্দুল মালেক ও কামরুজ্জামান।
জানা যায়, ৪০ জন শিক্ষকের একটি ব্যাচ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছে।