লিয়াকত আলী লাভলুঃ ফরিদপুরের চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা বর্তমান সময়ে মজুদদারদের কারসাজিতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে এমন সময় সরকারের পক্ষ থেকে খাদ্য সাহায্য নিয়ে গ্ৰামে গ্ৰামে ছুটে চলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
যখন সবাই ঘুমিয়ে থাকে ঠিক তখনই রাত এগারটা থেকে বারোটার দিকে হতদরিদ্রদের দুয়ারে কড়া নেড়ে ঘুম থেকে ডেকে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন মানবিক উপজেলা নিবার্হী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা। খাদ্য সামগ্রী হাতে পেয়ে প্রথমে সকলে ভাবেন স্বপ্ন দেখছেন তানজিলা কবির ত্রপা তাদের শরীরে হাত বুলিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনেন এবং সবসময় তাদের পাশে থেকে তাদের সাহায্য করার আশ্বাস প্রদান করেন।
তখন তাদের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয় সাধারণ মানুষ হতবাক হয়ে বলেন এই প্রথম কোন উপজেলা নির্বাহী কর্মকর্তা গভীর রাতে এসে বাড়ি বাড়ি ঘুরে পায়ে হেঁটে নিজ হাতে খাদ্যসামগ্রী আমাদের হাতে তুলে দিলেন।
সাহায্য পেয়ে মমতা বেগম বলেন আল্লাহ আপনার ভালো করুক এই দোয়া করি। গতকাল রাতে ছবুল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান টিটু, মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান, অফিস সহকারী বাবুল শুকনো খাবারের মধ্যে ছিল ১০ (দশ) কেজি চাল, ১ (এক) কেজি ডাল, ১ (এক) লিটার তেল, ১ (এক) কেজি চিনি, ১ (এক) কেজি চিড়া, ১ (এক) কেজি লবণ।
এসময় অসুস্থ বাচ্চার হাতে ওষুধ কেনার জন্য নগদ ৫০০ (পাঁচশত) টাকা নিজ তহবিল থেকে প্রদান করেন।