নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের জনবসতি পুর্ণ এলাকা ভাগলপুরে অবস্থিত টি আই বি ও এস আই বি ইট ভাটা ৷ গত ৫/৬ বছর যাবত অবৈধভাবে চলছে ইট ভাটা দুটি শুধু তাই নয় অবৈধ ইট ভাটা দুটিতে প্রকাশ্যে প্রতিদিন প্রায় কয়েকটন খড়ি পুড়ছে ৷ খড়ি দিয়ে ইট পোড়ানোর কারনে এক দিকে উজাড় হচ্ছে বন ও অক্সিজেন সরবরাহকারী গাছ অন্যদিকে ধংশ হচ্ছে পরিবেশ বিষে পরিণত হচ্ছে বাতাস ৷ ইট তৈরীর মাটি সংগ্রহ করা হচ্ছে তিন ফসলী জমি থেকে এতে বিলীন হচ্ছে কৃষি জমি ৷ ধুলো বালিতে তলিয়ে যায় বসতবাড়ি রাস্তায় চলাচলে ভোগান্তির শিকার শিশু যুবক বৃদ্ধ সহ সকল শ্রেনীর মানুষ ৷ বিভিন্ন মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযোগ করেও কোন ফলাফল পাচ্ছেন না এলাকাবাসী ৷
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে পাওয়া যায় সত্যতা ৷ নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন বলেন,টি আই বি ও এস আই বি ইট ভাটার মালিক আজিবর সরদার আইন কে, বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে ইট ভাটা তৈরী করে গত কয়েক বছরেই বনে গেছেন কোটি পতি ৷ ইট ভাটার টাকা দিয়ে নিজশ্ব কয়েকটি ট্রাক, ভেকু ও জায়গা জমি সহ নগত অর্থের মালিক হয়েছেন ৷ টাকা দিয়ে সব দপ্তরকে ম্যানেজ করেন তিনি ৷ টাকার দাপটে বেশ দাপটের সাথের অবৈধভাবে দুটি ইট ভাটার মালিক হয়েছেন ৷ তাই আমরা হিদ্যা হাদা মানুষ আমাগের কতা কেউ হোনেনা টাহা ওলি এ দ্যাশে হগল তাই অয় এভাবেই ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন ৷ তাই হাজারো ভুক্তভোগীদের দাবী পরিবেশ রক্ষার্থে বিষ মুক্ত বাতাসে বেচে থাকার তাগিদে পরিবেশ অধিদপ্তর যেন অতি তারাতারি অবৈধ ইট ভাটা দুটি ধংশ করেন এই অপেক্ষায় এলাকার জনগন ৷ এবার দেখার পালা সবকিছু জেনে শুনে কোন আইনে ইটা ভাটা দুটি চলবে প্রশ্ন রইল পরিবেশ অধিদপ্তরের প্রতি?