নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর কোতোয়ালি থানা সাবেক ছাত্রলীগ নেতা ও কোতয়ালী থানা যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান বিশ্বাস টুটুলের আয়োজনে সদর উপজেলার ১নং ঈশান গোপালপুর ইউনিয়নের গরীব ও অসহায় তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ই ফেব্রুয়ারী রবিবার বিকেল ৫ টায় লক্ষ্মীদাসের হাটে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য গোবিন্দ চন্দ্র বিশ্বাস, ইতমাম হোসেন চৌধুরী, রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি কাওসার আকন্দ, শহর যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান শুভ, ঈশান গোপালপুর ইউনিয়ন যুবলীগ নেতা গোলাম মোস্তফা, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির মোল্লা, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার খাঁন।
এছাড়াও এ অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর কোতোয়ালি থানা সাবেক ছাত্রলীগ নেতা ও কোতয়ালী থানা যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান বিশ্বাস টুটুল।
এ অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশান গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করেন। দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তার কিছু উদাহরণ তুলে ধরেন। আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর সদর আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তাকে বিজয়ী করতে ফরিদপুর জেলা যুবলীগ নেতাকর্মীরা কাজ করবে।