বিশেষ প্রতিনিধি: ওষুধ ব্যবসায়ীদের সংগঠন ফরিদপুরের সালথা উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্মেলন আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলার সকল ওষুধ ব্যবসায়ীদের উপস্থিতিতে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটির পুনরায় সভাপতি করা হয় শাহাজাহান মোল্যাকে।
সমিতির সভাপতি মো. শাহজাহান মোল্যার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল আলম চঞ্চল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) রূপা বেগম, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ প্রমূখ।