সেক লাবলুঃ ২৯ শে জুলাই ২০২২ ইং শুক্রবার বিকাল তিন ঘটিকার সময়ে স্থানীয় কৃষ্ণার ডাঙ্গী স্পোর্টিং ক্লাব এর আট দলীয় ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত কৃষ্ণার ডাঙ্গী স্পোর্টিং ক্লাব আয়োজিত, মোশাররফ হোসেন রাশেদ পরিচালিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সুযোগ্য পূত্র এবং রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৌধুরী (লাবু)।
এছাড়াও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার।
আরও উপস্থিত ছিলেন মাননীয় সংসদ উপনেতার একান্ত সচিব মোঃ শফিউদ্দিন।
উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাইমদ্দিন মন্ডল।
খেলায় সভাপতিত্ব করেন কৃষ্ণার ডাঙ্গী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কৃষ্ণার ডাঙ্গী স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ ইউনুস মন্ডল।
খেলায় সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় ছিলেন মোঃ মোশাররফ হোসেন রাশেদ।
উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলো আলিয়াবাদ একাদশ বনাম ব্রাদার্স স্কোয়াড। খেলাটি ৯০ মিনিটের সম্পূর্ণ হয়, এর মধ্যে ২-০ গৌলে জয় লাভ করেন আলিয়াবাদ একাদশ। দুটি গোলই করেন বিদেশি খেলোয়াড় নাইজেরিয়ান। দলের হয়ে প্রথম গৌল করেন আকাসা এবং দ্বিতীয় গৌল করেন সানোয়ার।
খেলায় প্রধান রেফরির দায়িত্ব পালন করেন মোঃ সাইফ দোহা এবং সহকারী রেফারি ছিলেন মোঃ আমির বিশ্বাস ও মোজাম্মেল হোসেন।
উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে বিবেচনা করা হয় বিদেশি খেলোয়াড় নাইজেরিয়ান সানোয়ারকে।
পরিশেষে রানার্সআপ পুরস্কার হবসেবে একটি ট্রফি এবং ৩২” এলইডি টেলিভিশন দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ট্রফি এবং একটি ফ্রিজ।
উক্ত খেলার ভেনু ছিল কৃষ্ণার ডাঙ্গী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ।