নিরঞ্জন মিত্র নিরুঃ ”মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেল ৪ টায় ইউনিয়নের কাচারদিয়া মোড় এলাকায় ফরিদপুর কোতয়ালী থানা ৮নং বিট কৃষ্ণনগর ইউনিয়নের আয়োজনে, ইউনিয়ন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাশারুল আলম বাদশা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোন পুলিশ সদস্য যদি কোন কাজে অনিয়ম করে থাকে, সেইসব পুলিশ সদস্য অন্যায় কাজে যদি প্রমাণিত হয় তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হবে। মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে স্বোচ্ছার থাকতে হবে।
মাদক নিয়ন্ত্রণে ইউনিয়ন পর্যায়ে মাদকের উপর আমাদের কঠোর ভাবে পদক্ষেপ নিতে হবে।
ইউনিয়নের যে কোনো অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ভাবে রুখে দাঁড়াতে হবে।
এ ছাড়া সভায় বিভিন্ন পর্যায়ে কিশোরদের আড্ডা, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ করতে, সমাজের আপনাদের সচেতন হওয়ার কথা বলেন।
এজন্য আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। তাহলে সমাজ থেকে সকল অপরাধ মূলক কাজ নির্মুল করা সম্ভব হবে।
এব্যাপারে সাধারণ মানুষ যে কোনো সময় পুলিশ কে অপরাধের তথ্য দিওয়ার কথা বলেন।
তিনি আরো বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে সমাজের বিভিন্ন অপরাধ ও ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। বিট পুলিশিং এর মাধ্যমে সমাজের নির্যাতিত, অবহেলিত ও নিপীড়িত মানুষের সেবা করতে হবে।
এসময় পুলিশ সদস্য পদে নিয়োগ বিধি নিয়ে পুলিশ নিয়োগে দালাল চক্র থেকে সাবধানে থাকার কথা বলেন সদর সার্কেল সুমন রঞ্জন সরকার।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহিদ মোল্লার সঞ্চালনে সভায় ইউনিয়নবাসির পক্ষ থেকে বক্তব্য রাখেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মন্ডল, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ দাশ, সুবল অধিকারী, বজলুর রহমান মোল্লা, কামাল হোসেন মোল্লা, মোঃ মাসুদ, মোঃ ছেকেন শেখ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন থানা ৮নং বিট কৃষ্ণনগর ইউনিয়নের দায়িত্ব রত সাব – ইন্সপেক্টর ( নিঃ) মোঃ খায়রুল বাসার, সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান সহ পুলিশ সদস্যগণ, পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও ইউনিয়নের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।