স্টাফ রিপোর্টারঃ ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে।
জেলা কৃষক লীগের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার সময় কোতোয়ালি থানা মোড় এলাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
সেখানে ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহীদুল ইলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি প্রফেসর আবুল কাশেম, ডাঃ গোলাম কবির, সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস লক্ষণ, সাংগঠনিক সম্পাদক ও মধুখালি উপজেলার ডুমাইন ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, সদর উপজেলা আহবায়ক শেখ আকতার, জেলা কৃষকলীগ নেতা আকরামুজ্জামান মৃধা রুকু, শেখ আকতার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায় ১৯৯৫ সালে সার কিনতে গিয়ে নির্মমভাবে ১৮ কৃষককে হত্যা করা হয়। আর বর্তমান সরকার দেশের কৃষকদের সর্বচ্চো গুরুত্ব দিয়ে কৃষি পণ্যের উপর নানা ভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে, যার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক দুলাল, নিয়ামত আলী ভুঁইয়া, রবিউল হাসান রাজিব, সদস্য আঃ হাকিম মাষ্টার, কবির মোল্লা, ভাগ্য সরকার, এ এইচ রাশেদ, সালথা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আমিন খন্দকার, সহ-সভাপতি ডাঃ আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, মহিলা সম্পাদিকা শিলা আক্তার, এবং সালথা উপজেলার কৃষকলীগ নেতা মোজ্জামেল হোসেন, আব্দুল আহাদ, আঃ সাইদ মিয়া, অসিম কুমার বসু প্রমুখ নের্তৃবৃন্দসহ জেলা ও বিভিন্ন উপজেলার কৃষকলীগের নেতাকর্মীগন।
পরে কৃষকহত্যা দিবস শেষে সালথা উপজেলা কৃষকলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে জেলা কৃষকলীগকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।