
ফরিদপুরে প্রতিনিধিঃ ফরিদপুরে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকা নয়াপল্টনে বিএনপির কর্মসূচীতে ছাত্রদল নেতা মকবুল হোসেন মৃত্যু ও পুলিশের হামলায় প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির ভবনে সামনে জেলা কৃষকদলের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ নান্নু, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজসহ কৃষকদলের অন্যান্য নেতাকর্মী।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন গতকাল পুলিশসহ ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা বিএনপি কার্যালয়ের সামনে যে অতর্কিত হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। তারা আরও বলেন সবাইকে একত্রিত হয়ে আগামী ১০ই ডিসেম্বর বিএনপির সমাবেশ সফল করার জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে।