নাজনীন সুলতানা, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের আন্দোলন ও মানববন্ধনের প্রেক্ষিতে বর্তমানে চলমান ও রুটিন হওয়া পরীক্ষাসমূহ ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি)রাতে বিশ্ববিদ্যালয়ের ৬৯ তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় আগামী ০৬ ফেব্রুয়ারী পর্যন্ত সশরীরে সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ (২২ জানুয়ারি) সকাল ১১টায় সাধারণ শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে পরীক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আন্দোলন ও মানববন্ধন করে।
এসময় রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের জানান, বর্তমানে চলমান ও রুটিন হওয়া পরীক্ষাসমূহ ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত থাকবে।